Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসটি উপজেলা পর্যায়ে  দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রনালয় এবং দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের অধীন উপজেলা পর্যায়ের একটি অফিস।  মন্ত্রণালয়ের বিভিন্ন বরাদ্দের আলোকে কাবিখা, টি আর, ভিজিএফ,ইজিপিপি, জিঅার (ক্যাশ/চাল/ঢেউটিন/কম্বল) বিনামুল্যে বিতরন,বার্ষিক উন্নয়নের অংশ হিসেবে ১৫ মিটার ব্রিজ তৈরী করণ,গ্রামীণ রাস্তা এইচবিবি করন ও এগুলোর তদারককারী অফিস।

             সরকারের গ্রামীণ উন্নয়নের মূল বাস্তবায়নকারি অফিস এটি। এছাড়াও দরিদ্র ও বেকার জনগোষ্ঠীর মাঝে কর্ম সৃজন সৃষ্টির লক্ষে কাজ করে এই অফিসটি। এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের দেয়া ত্রাণসামগ্রী সরকারী নীতিমালার আলোকে বিভাজন করে এই অফিসটি।